বাঁশখালীতে রেস্টুরেন্টের কাচ্চি খেয়ে অতিথিসহ অর্ধ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বাঁশখালী হাসপাতালে হিমোফিলিয়া সোসাইটির একটি প্রোগ্রাম শেষে বাঁশখালী চাম্বল বাজারে অবস্থিত জনৈক মোহাম্মদ আরফাতের মালিকানাধীন এআর কিচেনের সরবরাহ করা খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে ডাক্তার, সাংবাদিক, রোগীদের স্বজনসহ অনেকেই রয়েছেন।
এর মধ্যে বেশ কয়েকজন বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাঁশখালী হাসপাতালের টিএইচও ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, শনিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত বাঁশখালী হাসপাতালের অডিটোরিয়ামে হিমোফিলিয়া সোসাইটির একটি সচেতনতামূলক কর্মশালা ও প্রচারণা সভা ছিল।
হিমোফিলিয়া সোসাইটির চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দিদারুল আলম প্রোগ্রামের অতিথি ও মেহমানদের জন্য ২৪০ টাকা দরে ৯০টি কাচ্চি বিরিয়ানির অর্ডার করেন। বিল বাবদ ২১ হাজার ৬০০ টাকাও অগ্রিম পরিশোধ করা হয়।
প্রোগ্রাম শেষে খাবার খেতে বসে দেখেন তা অত্যন্ত নিম্মমানের। বাসি খাবার গরম করে প্যাকেটজাত করা হয়েছে। এতে ডাক্তার, সাংবাদিক, হিমোফিলিয়া রোগী এবং রোগীর স্বজনরা অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে দিদারুল আলম বলেন, আমরা উপজেলা সদরে অর্ডার দিতে চাইলে জনৈক শাহনেওয়াজের মাধ্যমে চাম্বল বাজারের ওই রেস্টুরেন্টে অর্ডার করি। কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করেছে।
এ বিষয়ে এআর কিচেন রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, আমাদের পুরাতন বাবুর্চি না থাকায় নতুন বাবুর্চি রান্না করতে গিয়ে খাবারটা নরম করে ফেলেছেন। ফলে সন্দেহের বশতঃ হয়ত কেউ অসুস্থ হয়েছেন। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।
এনইউ/জই