সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটিতে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাঙামাটি প্রতিনিধি

মানিকছড়িতে চেক পোস্টে গাড়ি তল্লাশি করে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে মানিকছড়ি চেক পোস্টে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে একটি সিটের নীচে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ইয়াবা পাচারের অভিযোগে মো. ওয়াসিম ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর