সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিভিন্ন পরিচয়ে অপকর্ম, পটিয়ায় গ্রেফতার ১

পটিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ কমিটির সদস্য তা আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া ইন্দ্রপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম উদ্দিন পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের মৃত আহমদ নবীর ছেলে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সেলিম উদ্দিনের বিরুদ্ধে চেক প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় পটিয়া থানায় ৮টি নিয়মিত মামলাসহ প্রায় ১০টি অভিযোগ রয়েছে। প্রতারণার উদ্দেশ্যে তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচয় দিয়ে থাকেন। তার নিজ গ্রামে তিনি ভুট্টো নামে পরিচিত হলেও আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী, কখনো সেলিম উদ্দিন নাম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছেন। ফলে তার সঠিক নাম নির্ধারণ করতে বেগ পেতে হচ্ছে। তিনি কখনো আওয়ামী লীগ নেতা, কখনো সাংবাদিক, কখনো ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলেন। এছাড়া ৪ আগস্ট ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও গুলি চালানোসহ সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার অভিযোগ রয়েছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর