লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় মো. আজিজুর রহমান (৫২) নামে এক আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দেন। পরে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আজিজুর রহমান ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র ও সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় গত ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলা রুজু করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই