অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাইশারী ইউনিয়ন বাজারস্থ তেমুহনি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো: নুরুল ইসলাম।
সমাবেশে অন্তর্বতীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণ এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক
সলিম উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক
রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হাশেম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল ইসলাম এবং আবুল বাশারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইশারী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এনইউ/জই