সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জলপাইতলী সীমান্ত পয়েন্ট থেকে পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির জাওয়ানরা এসব জব্দ করেন।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানান, শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ৩৪ বিজিবি জাওয়ানরা। জাওয়ানদের টহলদল সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জলপাইতলীর জামালের ঘের নামক স্থানে অভিযান চালায়।
এ সময় তারা ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোছনের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (১৮) এবং উখিয়ার পালংখালী জুমের পাড়া গ্রামের নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, তার অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষংছড়ির ঘুমধুম ও তুমব্রুসহ পুরো এলাকায় বিজিবি জাওয়ানরা সর্বোচ্চ সতর্কাবস্থায রয়েছেন। যেকোনো অপরাধ ঠেকাতে তারা কাজ করছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর