সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি বাজার থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় আব্দুস সালাম বলেন, মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। গত দুই সপ্তাহ ধরে তাকে বেলছড়ি বাজার ও আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। দুপুরে স্থানীয় ব্যবসায়ী হারুন যাত্রী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মাটিরাঙা থানার ওসি (তদন্ত) মো. শরীফ জানান, বেলছড়ি বাজার থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষণ করা হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর