শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নিখোঁজের ৩দিন পর মিললো আ. লীগ নেতার লাশ

মীরসরাই প্রতিনিধি

নিখোঁজের ৩ দিন পর মীরসরাইয়ে ঝোপঝাড় থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি ঝোঁপঝাড়  থেকে নিহতের লাশ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।

নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকাল এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে হুমকি দিয়ে আসছিলেন। নিখোঁজের পর নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মৃত লাশ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার চাচার লাশ। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এসে নিয়ে যায়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর