শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলার শব্দে কেঁপে উঠল ঘরবাড়ি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলার বিকট শব্দে কেঁপে উঠেছে লেবুছড়ি বাহির মাঠ গ্রাম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম, শফিক আহমদ ও গুরা মিয়া জানান, তারা নিজ নিজ বাড়িতে ছিলেন। মাগরিবের নামাজের পরে ৩টি বিকট আওয়াজ হয় এবং এসময় তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে।
তারা আরো জানান, ৫০ নম্বর পিলারের সীমান্ত গেইট পয়েন্টে এসব শব্দ তারা শুনেন। যা ওপারের জান্তা সরকার বিরোধী গোষ্ঠী আরকান আর্মি (এএ) নিয়ন্ত্রনে রয়েছে। আর সেখান অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও’র অবস্থানও রয়েছে। ধারণা করা হচ্ছে, পরাস্পরের মধ্যে আধিপত্য বিস্তারে এসব গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
এদিকে ৪৫ নম্বর পিলার এলাকার বাসিন্দা ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ সদস্য সাবের আহমদ জানান, সীমান্ত এখন আতংকের নাম। কখনও গোলার আওয়াজ আবার কখনও যুদ্ধ বিমানের। সাধারণ মানুষ খুবই আতংকে থাকেন।
এবিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া না গেলেও এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি মিয়ানমারের।

এনইউ/জই

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর