সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মীরসরাইয়ে ব্যবসায়ী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর (৭৪) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে কামাল উদ্দিন (৩২) ও মোঃ সাঈদকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দলের সদস্যরা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌরসভা ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামি কামাল উদ্দিন ও মোঃ‌ সাঈদকে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক গ্রেফতার করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে যথাযত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর