সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বন্যহাতির আক্রমণে আবারো একজনের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মৃত্যু যেন থামছেই না। আনোয়ারায় বৃদ্ধার মৃত্যুর শোক কাটতেই এবার কণফুলীতে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর ৪টার উপজেলার বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর গ্রামের সুন্দরী পাড়া এলাকায় মোহাম্মদ আলী আকবর (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

নিহত আলী আকবর ঐ এলাকার বাসিন্দা। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

নিহত আকবরের মা জোহরা খাতুন বলেন, হাতি আসার খবর পেয়ে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘর থেকে বের হয় আকবর। তার পেছন পেছন আমি ও তার স্ত্রী মিনু আকতার বের হই। ঘরের উঠানেই হাতির সামনে পড়ে যায় আকবর। সঙ্গে সঙ্গে দৌঁড় দিতে চেষ্টা করে সে। কিন্তু ততক্ষণে হাতি তাকে পায়ে পিষ্ট করে পরে শুঁড়ে তুলে আছাড় মারলে তার মৃত্যু হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর