নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মিয়ানমারের ২ রোহিঙ্গা হিন্দু যুবককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত সোয়া ১১টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপির এমজি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা পশ্চিম কুল কবরস্থান এলাকা থেকে তাদের পুশব্যাক করে।
সূত্র মতে, এ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ রোহিঙ্গা হিন্দু যুবককে আটক করা হয়।পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাত সোয়া ১১টায় বাইশফাঁড়ি বিওপির দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার -৩৭ সংলগ্ন আমবাগান দিয়ে তাদের পুশব্যাক করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
এনইউ/জই