বন্যহাতির আক্রমণে আনোয়ারায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বটতলী পুরাতন আশ্রয়ন প্রকল্পের পেছনের পাহাড় থেকে নিহত বৃদ্ধার শরীরের খণ্ড খণ্ড অংশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে তাকে বন্যহাতি আক্রমণ করে।
নিহত বৃদ্ধা হালিমা খাতুন (৬০) উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর স্বামীর জায়গা না থাকায় ২০১৪ সালে বটতলী সরকারি আশ্রয়ন প্রকল্পে তাকে একটি ঘর দেওয়া হয়। সেই ঘরে তিনি বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, বিষয়টি তারা শুনেছেন এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।