সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়ির সনি-তৈয়বসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ফটিকছড়ি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের মিথ্যা মামলায় হয়রানি ও হত্যার হুমকির অভিযোগ এনে ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ৪০ জনের নামোল্লেখ এবং ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ফটিকছড়ি থানায় কুরবান আলী (২৪) নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন, মেজবাহ উদ্দিন, রেজাউল করিম, আশরাফুজ্জামান শাকিল, ইকবাল হোসেন শাহেদ, মোহাম্মদ হাসান, মো. জামাল, রায়হান রুপু, রিয়াদ আজিজ, মো. শহিদ, শহিদ মেম্বার, সাহেদ প্রমুখ।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর