কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা খাতুন নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড হালিয়া পাড়া বাচা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা সরকারি আলাওল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ওমান প্রবাসী শাহ আলমের চতুর্থ কন্যা।
পরিবার সূত্র জানায়, আসমা বিকালে নিজের পরনের কাপড় বাড়িতে আয়রন করাতে গেলে হঠাৎ বিদ্যুতের শর্ট লাগে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহতাবস্থায় তাকে সদস্যরা উদ্ধার করে কালীপুরস্থ বাঁশখালী মা শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এনইউ/জই
কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু
বাঁশখালী প্রতিনিধি