বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত পৌনে ১২টা নাগাদ পৌর সদরের মিয়ারবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, রোববার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনইউ/জই