সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ‍্যংছড়িতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

 

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের রেজু আমতলীতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করেছে ৩৪ বিজিবি।

রোববার রাত সাড়ে ১১টা দিকে ৩৪ বিজিবি রেজুআমতলী বিওপির জোয়ানরা নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত থেকে ৫ কিঃমিঃ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে জইল্লার গোদা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার  করে বিজিবি সদস্যরা।
ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকার স্থানীয় চোরাকারবারীরা পার্শ্ববর্তী মিয়ানমার থেকে অবৈধপথে ইয়াবা গুলো বাংলাদেশের ভেতরে এনে হাত বদলের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেরে ইয়াবা গুলো ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায় তারা ।

বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে : কর্ণেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমার থেকে  সব ইয়াবা
পাচার হয়ে বাংলাদেশ সীমানা পার হওয়ার প্রাক্কালে উদ্ধার করা হয়েছে।

এমইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর