সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ে পোল্ট্রি খামারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ মাহমুদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাকঘর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসিফ ওয়াহেদপুর ইউনিয়নের মুন্সি মিয়া নতুন বাড়ির আবুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আসিফ পোল্ট্রি খামারের কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর