বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২০ অক্টোবর) ভোররাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার এএসআই সংকলন বডুয়া সঙ্গীয় ফোর্সসহ নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় অভিযান তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি মোঃ কলিম উল্লাহ (৩৪) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বাজার পাড়ার নুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৪ ধারার ০১ বছরে সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে ০২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে। গ্রেফতার আসামিকে রোববার সকালে আদালতের প্রেরণ করা হয়েছে।
এনইউ/জই