দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাতা চেমন আরা বেগম (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
পারিবারিক সূত্র জানায়, রোববার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
রোববার (২০ অক্টোবর) আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাযা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাইফুল আলম মাসুদসহ পরিবারের সকল সদস্য দেশের বাইরে অবস্থান করায় কেউ নামাজে জানাযায় উপস্থিত থাকতে পারছেন না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে চেমন আরার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।
এনইউ/জই