শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বাড়িতে উঠা হলো না বিএনপি নেতার

নাইক্ষ্যাংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নতুন পাকা বাড়িতে উঠা হলো না বিএনপি নেতা নুরুল ইসলামের (৩৭)। এর আগেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরে তার নিজ বাড়িতেই এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলা সদরস্থ আদর্শ গ্রামের মৃত মো: ছৈয়দ আলমের ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ।

তিনি বলেন, ফার্নিচার ব্যবসায়ী নুরুল ইসলাম তার নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির জন্য ড্রামে পানি মজুদ এবং দেয়ালে পানি ছিটানোর পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য প্লাগে হাত দেন। এসময় হাত ভেজা থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। অজ্ঞান অবস্থায় তাকে কক্সবাজার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর বলেন, তার এক স্ত্রী ও ৩ কন্যা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর