বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়ির সাথে সিএনজি টেক্সির সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২ টায় দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের সাধনপুর ইউনিয়নের নতুন দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার ৩ কালারমার ছড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার ৩ বছরের শিশু কন্যা সন্তান রশ্মি বড়ুয়া (৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া আহতরা হলেন কক্সবাজার জেলার মহশখালী হুয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশুর মা প্রিয়ন্তি বড়ুয়া ও টেক্সিচালক জাবের (১৯)।
এনইউ/জই