রবিবার, ১৫ জুন ২০২৫

খাগড়াছড়িতে গভীর রাতে বাবুর্চিকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে গভীর রাতে স্বর্ণ কুমার ত্রিপুরা নামে এক বাবুর্চিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার সময় দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণ কুমার একই এলাকার মৃত বদন ত্রিপুরার ছেলে।

নিহত বাবুর্চির ছেলে হিরাময় ত্রিপুরা বলেন, কাজ থাকলে বাবা প্রায় রাত করে বাড়িতে ফিরতেন। অনেক সময় ফিরতেন না। গতরাতেও তিনি বাড়ি ফেরেননি। ভোরে একজন অটোরিকশাচালক বাড়ি এসে রাস্তায় বাবার লাশ পড়ে থাকার খবর দেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, স্থানীয়রা আমাদেরকে জানান, গভীর রাতে একটা গুলির শব্দ পেয়েছেন। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হননি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ওসি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি। নিহতের সন্তান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর