ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চিবরদান পালনে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া।
সোমবার (১৪ অক্টোবর) মহালছড়ি সেনা জোন সদরে আয়োজিত সভায় সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান অনুষ্ঠানের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শান্ত পাহাড় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছিল। সবার উপর দিয়ে একটা ঝড় গেছে। তবে সেসব পোড়া ক্ষত ভুলে পাহাড়ে যেন উৎসব ছড়িয়ে পড়ে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান অনুষ্ঠান ২০২৪ উদযাপন কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সকলে সম্প্রীতির মহালছড়ি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এনইউ/জই