মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কর্ণফুলী নদীতে ডিজেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাঁদের কাছ থেকে ২ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এ সময় তেল চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি পুরাতন ফিশিং বোট জব্দ করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার সময় কর্ণফুলী নদীর ১৪ ও ১৫ নং ঘাটের মধ্যবর্তী মেরিন জেটির কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। তিনি জানান, অভিযানে কোস্টগার্ডও সহযোগিতা করেছে।

গ্রেপ্তার তিন জন হলেন-মো. সরোয়ার আলম (৪৬), মোহাম্মদ ইউনুস (৪৬) ও জালাল আহমদ (৫৪)। এদের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা, বরুমছড়া ও চন্দনাইশের কেশুয়া।

এ বিষয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন,’ অভিযানে ৫০ টি প্লাস্টিকের কন্টেইনারে ২৪০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। বোটে তিন জনকে পাওয়া যায়। তারা তেলের বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করে মামলা করা হয়েছে।’

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর