রাউজানে বিএনপির দুই কর্মীকে গুলি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুই বিএনপি কর্মী হলেন- মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩)। এছাড়া আরো এক কর্মীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
শনিবার (১২ অক্টোবর) বিকালে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে রনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সাগর ওসমানের ছেলে।
রনির পরিবার জানায়, ৪টি সিএনজিচালিত টেক্সিযোগে অস্ত্রধারী দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাত-পায়ে ৩টি এবং সাগরের ঊরুতে গুলি লাগে।
গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে।
এদিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইউনুস ওরফে মনাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, নোয়াপাড়ায় গুলির ঘটনা আমাকে কেউ জানায়নি। তবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইকে মারধরের বিষয়টি জেনেছি।
এনইউ/জই