রবিবার, ১৫ জুন ২০২৫

কক্সবাজারে রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে কলাতলীতে একটি রিসোর্টের কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম অমিত বড়ুয়া (৩৪), তিনি  চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার পুত্র বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। বারবার দরজায় আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সাথে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের মোবাইল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি বুকিং দিয়েছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর