রাঙামাটির কাপ্তাই বরইছড়িতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও একটি সিএনজি টেক্সি ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বরইছড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।
পার্শ্ববর্তী একজন কর্মচারী জানান, রাতে শব্দ শুনে বাইরে বের হলে দেখি কয়েকটি দোকানে আগুন লেগেছে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ সদস্য ও ইউএনও ঘটনাস্থলে চলে আসেন।
এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে আমি, কাপ্তাই থানার ওসি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যাই এবং কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিই।
তিনি জানান, পরে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এই বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুচনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনইউ/জই