রবিবার, ১৫ জুন ২০২৫

উখিয়ায় দুই সহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় দুই দুই সহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনেই আরটিএম ইন্টারন্যাশনাল নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন(৩০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাওলানা রহমত উল্লাহর বাড়ি ও উপজেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন ওসমানের বাড়ি থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন , উখিয়া পৃথকভাবে দুই এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

দুইজনে সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর