মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

রামুতে সাড়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রামুতে অভিযান চালিয়ে ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। রোববার (৬ অক্টোবর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানোয় হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)।

  1. বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবির সদস্যরা। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশি করে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৩৬ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর