বুধবার, ১৮ জুন ২০২৫

নাইক্ষ‍্যংছড়িতে পৃথক অভিযান

মিয়ানমারে পাচারের চেষ্টা, কাপড় ও মসলা উদ্ধার 

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে কাপড় ও ধনিয়ার গুঁড়া জব্দ করেছে বিজিবি।

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলী বামহাতির ছড়া নামক স্থানে এ অভিযান চালিয়ে দেশিয় থান কাপড় ও ধনিয়ার গুঁড়া জব্দ করে বিজিবি।

গত শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র
ফুলতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবদুর রশিদের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশের অভ্যন্তরে বামহাতির ছড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে- থান কাপড় ৯০ পিস ও ধনিয়া গুঁড়া- ২৫ কেজি।
অপরদিকে একইদিন দুপুরে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি বিওপির নিয়ন্ত্রণাধীন বালুর মাঠ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশকিছু সাদা স্যান্ডো গেঞ্জি, টি শার্ট, ফুল শার্ট, হাফ প্যান্ট উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্য নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হেফাজতে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর