বুধবার, ১৮ জুন ২০২৫

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলের চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন পূর্ব বড় ভেওলা এলাকায় পৌঁছালে রেললাইন ধরে হাঁটতে থাকা আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ফরহাদ বিন আরও বলেন, “তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ঘটনাটি রেল পুলিশ ও চকরিয়া থানাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিকাল সোয়া ৪টা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলে ছিল বলেও জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর