সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কক্সবাজারে সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাইদুল ইসলাম ফরহাদ নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাইদুল ইসলাম ফরহাদ ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ফরহাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ এসে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় তারা।

সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন, পেশাগত কারণে টেকনাফের একটি তথ্য সংগ্রহে ওখানে যান তিনি। এতে হঠাৎ করে একদল লোক হামলা চালিয়ে ফোনটি লুট করে নিয়ে যায়। এরমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। এরা মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলার এজাহার জমা দেয়া হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম জানান, এজাহার পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর