‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে শনিবার সন্দ্বীপে অস্ত্র সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- সোহাগ,মিলাদ ও মামুন। তারা সকলেই স্থানীয় রহমতপুরের বাসিন্দা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের অনুসারী।
নৌবাহিনী প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে শনিবার দুপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল এর আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।
এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার সহযোগী সোহাগকে মাদক ও ২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়।
পরে ধৃত সোহাগের তথ্যের ভিত্তিতে মিলাদ এবং মামুন নামের দু’সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়।
এমএ/ জই