বুধবার, ১৮ জুন ২০২৫

মিয়ানমারে পাচারকালে সারসহ বিপুল মালামাল জব্দ

মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ‍্যংছড়ি

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে সারসহ বিপুল মালামাল জব্দ করেছে ৩৪ বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল দল বিওপি দক্ষিণ-পশ্চিম দিকে এ অভিযান চালায়।

সীমান্ত পিলার-৩৩/৩৪ এর মধ্যবর্তী স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কুল নামক স্থান দিয়ে মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন এসব মালামাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে

ইউরিয়া সার- ৫০০ কেজি,

পিঁয়াজ- ৯৫ কেজি,

রসুন- ৭৫ কেজি,

মোরগ মার্কা মশার কয়েল- ৯০ বক্স,

আপ্যায়ন গোল্ড পাম অলিন- ৩৫০ লিটার,

টেস্টিং সল্ট-১৭৫ কেজি।

অপরদিকে ২৭ সেপ্টেম্বর বিকেলে ঘুমধুম বিওপির ৩৩ নাম্বার সীমান্ত পিলার এলাকার বাংলাদেশের অভ‍্যন্তরে করিডোর ব্রীজের কাছ দিয়ে মিয়ানমারে পাচারের জন‍্য মজুদ করা,পাম তৈল ৬৫ লিটার,টেষ্টিং সল্ট ৫০ কেজি,পিয়াজ ৫৮ কেজি,রসুন ৩৫ কেজি, কোকোনাট বিস্কুট ৪৮ প‍্যাকেট,ড‍্যানিস কেক ৬০ প‍্যাকেট, চ‍্যাপা শুটক ২ কেজি জব্দ করা হয়।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন প্রকার বাংলাদেশী পণ্য অধিক মুনাফার বিনিময়ে পাশ্বর্বর্তী মিয়ানমারে পাচারে একটি চক্র মরিয়া। এই পাচার প্রতিরোধে সীমান্ত জুড়ে বিজিবি সদস্যরা রাতদিন কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন তাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা যে কোন চোরাকারবার ও পাচার বন্ধে সচেষ্ট আছে।

এফএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর