বুধবার, ১৮ জুন ২০২৫

সেনাকর্মকর্তা হত্যায় অন্যতম আসামি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. সাদেককে (৩১) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল জেলার চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালি গাবতলী বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

যৌথ বাহিনীর আভিযানিক দলে ছিলেন র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

র‍্যাব কর্মকর্তা শামীম জানান, সেনা কর্মকর্তা লে. তানজিম হত্যাকাণ্ডের পর থেকে আটককৃত সাদেক একের পর এক নিজের অবস্থানস্থল বদলাতে থাকেন। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব চেষ্টাই করেন তিনি। কিন্তু বুধবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থানস্থল ঘিরে ফেললে পালানোর চেষ্টা করেন।

এ সময় পলায়নপর অবস্থায় যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। ধৃত সাদেক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা খাইরুজ্জামানের ছেলে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই অফিসার।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর