আনোয়ারার বৈরাগে পৃথক ঘটনায় হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নং ওয়ার্ডের মুজিবুল হকের ছেলে মো. দুলাল (৬০) ও বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা বেগম (৩৮)।
সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের খোশাল তালুকদারের বাড়ি ও পূর্ব বৈরাগ গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে এই এলাকায় হাতির চলাচল বেড়েছে। খাবারের সন্ধানে হাতির একটি পাল আশ্রয়কেন্দ্রে আক্রমণ চালালে দুলাল মারা যান।
দুলাল বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর গুয়াপঞ্চক শাহ আহমদ বাড়ির বাসিন্দা ছিলেন। নিজের কোনো জমিজমা না থাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে থাকতেন তিনি।
এদিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার রাত একটার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে হাতির পায়ের চাপায় মারা যান রেহানা বেগম।
এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএ/ জই