সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কক্সবাজারে বিশ্ব নদী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

“নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারে মানববন্ধন এবং প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানসহ বিশ্ব নদী দিবস উদযাপন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ব্লু প্লানেট ইনিশিয়েটিভ।

সারাদেশের ন্যায় কক্সবাজারেও বিশ্ব নদী দিবস পালিত হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদরের লিংকরোডে বাঁকখালী নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বি পি আই) এর যৌথ উদ্যােগে মানববন্ধন এবং প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক সাংবাদিক এইচ এম ফরিদুল আলম শাহিনের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক শামশুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) কক্সবাজার সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ হাসান,ক্লাইমেট একশন প্লাটফর্মের কো-অর্ডিনেটর এবং ধরার সদস্য রাসেল তালুকদার,ক্লাইমেট একশন মেম্বার জালাল আহমেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদুল হক ইমরান, মোঃ মাসুম, এস কে রানা,জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি,কক্স টিভির চেয়ারম্যান একেএম রিদুয়ানুল করিম,কক্সবাজার ধরার সদর উপজেলা কমিটির সদস্য বুলবুল সিকদার সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ব নদী দিবস লক্ষ লক্ষ মানুষের জন্য জলপথের গুরুত্ব উপলব্ধি করার একটি সুযোগ।” এই বছরটি ১৯তম বিশ্ব নদী দিবস,যার শিকড় বিশ্ব নদী দিবসের সাফল্যে নিহিত, যা কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ৪৪তম বার্ষিকী উদযাপন করছে।

অ্যাঞ্জেলো, আউটডোর রিক্রিয়েশন কাউন্সিলের সাথে একযোগে, এই দিবসটি প্রতিষ্ঠা করেছিলেন।
এছাড়া, বিশ্ব নদী দিবস আমাদের জলপথ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে এবং সেইসঙ্গে তাদের সামনে থাকা নানা হুমকির দিকেও দৃষ্টি আকর্ষণ করে।

ধরার যুগ্ন – আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন- নদী হচ্ছে জীবন্ত সত্ত্বা, একে হত্যা করা যাবে না।
কক্সবাজারে ৪ টি প্রধান নদী সহ দেশের ৯০৭ টি নদীকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

কক্সবাজারের বাঁকখালী নদীর দুপাড়ে সাড়ে এগারো হাজার অবৈধ দখলদার তাদের বিরুদ্ধে যথাযথ আইনীব্যবস্থা গ্রহণ করতে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি। এবং নদীখেকো দের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর