সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

চকরিয়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা ফুলতলা সড়কের বিজয় মঞ্চ সংলগ্ন এলাকায় ইটবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে জিল্লু রহমান জুয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে পৌরসভা ৩নং ওয়ার্ডে কোরক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক আবুল খায়ের কোম্পানিতে এস আর পোস্টে কর্মরত ছিলেন। মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি নিহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটবাহী ট্রাক এবং মোটরসাইকেল আরোহী জুয়েল চিরিঙ্গা থেকে আসার সময় কোরক বিদ্যাপীঠের সামনে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহত জুয়েল চকরিয়া পৌরসভার বাটাখালী ৩নং ওয়ার্ড খন্দকার পাড়ার এবিএম সামশুল উদ্দীনের ছেলে।

নিহতের মা জানান, সকালে ঘুম থেকে উঠে সময় নেই বলে নাস্তা না খেয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে চাকরির উদ্দেশ্যে চলে যায় জুয়েল।পরে সকাল ১০টার দিকে তার মৃত্যুর খবর আসে।

গত কয়েক বছর আগে তার বাবাও না ফেরার দেশে চলে যায়। এখন শেষ সম্বল ছেলের মৃত্যুতে আমার সবকিছু যেন শেষ হয়ে গেল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কাদের ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর