বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এ স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালী। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে র্যালীটি শেষ হয়। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ামিন হোসেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী , সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক শীতল পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপবন সংরক্ষক আনিসুর রহমান। পরে অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এবারের মেলায় ১৭ প্রতিষ্ঠানের ৩৫টি স্টল মেলায় স্থান পেয়েছে।
এমএ/ জই