সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা ভোটারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

কক্সবাজার প্রতিনিধি

বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের সময় কক্সবাজারে হাজার হাজার রোহিঙ্গা ভোটার হয়েছে। এসব রোহিঙ্গারা পরিচয় গোপন করে জনপ্রতিনিধি ও দালালের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বর্তমানে কক্সবাজার জেলায় বিভিন্ন শর্তে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে যাতে রোহিঙ্গা ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সর্তকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া রোহিঙ্গা ভোটারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এবিষয়ে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।

এ ব্যাপারে তিনি কক্সবাজারের কর্মরত সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আবার যারা বিভিন্ন প্রভাবশালীদের আত্মীয় স্বজন পরিচয়ে ভোটার হয়েছেন, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর