সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

এসএন শিপইয়ার্ডে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের এসএন শিপ ইয়ার্ডে সংঘটিত দুর্ঘটনার কারণ,ক্ষয়-ক্ষতি নিরুপন ও ভবিষ্যতে এ ধরণের দুর্ঘটনারোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের তরফে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) চট্টগ্রাম এর স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন।

পুলিশ সুপার, শিল্পান্চল পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম রফিকুল ইসলাম,পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মো. মোজাহিদুর রহমান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. আবদুল মালেক,সীতাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন, সহকারী বিস্ফোরক
পরিদর্শক এস এম সাখাওয়াত হোসাইন,ও সহকারি পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর শুভঙ্কর দে।

কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর