সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

টেকনাফে দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর মোহনা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাফনদীর মোহনা সংলগ্ন কেওড়া বাগান থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণি।

স্থানীয়রা জানান- হ্নীলা সুলিশ পাড়া ও হোয়াব্রাং এলাকার নাফনদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খালে দুই শিশুর মরদেহ দেখা যায় । বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করেন৷

টেকনাফের ওসি ওসমান গণি বলেন – উদ্ধার দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর