কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সলিম উল্লাহ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামারপাড়া পাঞ্জেগানা মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷
সলিম উল্লাহ পাশ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরাবাগ এলাকার মো: আলমের ছেলে। তিনি মৃগীরোগী ছিলেন বলে জানা গেছে।
সংবাদকর্মী আতিকুর রহমান মানিক জানান – জুমার নামাজ পড়ার জন্যে গোসল করছিলেন সলিম৷ হঠাৎ পুকুরে তলিয়ে যায় সে৷ কিছুক্ষণ পর পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন – পুকুরে গোসল করার সময় মৃগীরোগ উঠলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এমএ/ জই