পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে পাহাড় কর্তনের বিরুদ্ধে আজ ৪ সেপ্টেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে মীর ব্রিকস ইন্ডা: লি, ভাটিয়ারী, সীতাকুণ্ড-কে পাহাড় কাটার দ্বায়ে ২ লাখ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া ঘটনাস্থলে মজনু খন্দকার নামক ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিন জঙ্গল লতিফপুর এলাকার মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কর্তন করে রাস্তা ও গার্ড ওয়াল নির্মাণের দ্বায়ে সালমা খানম নামে ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া পাহাড় কর্তন রোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মাইকিং করা হয় ও সাইনবোর্ড স্থাপন করা হয়।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মো: আশরাফ উদ্দিন, সদর দপ্তরের সহকারী পরিচালক জনাব সাইফুল আশ্রাব উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাহাড় কর্তন রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএ/ জই