শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দফায় দফায় বিস্ফোরণ, বিকট শব্দে কাপঁল ৩ গ্রাম

মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান প্রতিনিধি)

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দ শুনা গেছে শনিবারও।

শনিবার (৩১ আগষ্ট ) সকালে সীমান্ত পিলার ৪৫ ও ৪৬ এর মাঝামাঝি পয়েন্টে এ বিস্ফোরণের আওয়াজ আসে বাংলাদেশের জামছড়ি, আশারতলি ও ফুলতলী গ্রামে।

পৃথক ঘটনায় দুপুরে একই সীমান্ত পিলার স্থলমাইন বিস্ফোরণের ১টি শব্দ শুনা যায় সেই জামছড়ি, আশারতলি ও ফুলতলী গ্রামে।

বিষয় টি নিশ্চিত করেন সীমান্তের আবদুচ্ছালাম,ছাবের আহমদ,মো: জাকারিয়া ও সমাজ সেবক ছৈয়দ হোসেন।

তারা বলেন এ পয়েন্টে আরকান প্রদেশে সক্রিয় বিদ্রোহী আরকান আর্মীর স্বশস্ত্র যোদ্ধা ও জান্তাদের মধ্যে সংঘটিত ঘটনার জের ধরে কোন পক্ষ এ ঘটনা ঘটায় মিয়ানমারের চেংছড়ি এবং পুরান মাইজ্জা নামক এলাকায়।

তবে ১১ বিজিবি এ সীমান্ত পাহারায় থাকলেও ওপারের যে কোন ঘটনার বিষয়ে তারা মন্তব্য বা বক্তব্য দিতে অপারগতার কথা জানান গণমাধ্যমকে।

তারা জানান যেহেতু বিষয়টি মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয় তাই এ সবের বিষয়ে তারা কথা বলবেন না।

চাটগাঁর চোখ/এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর