বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবা টেবলেট ও ৫৯ বোতল গ্রেন্ড রয়েল নামের বিদেশী মদ জব্দ করেছে বিজিবি।
শনিবার বিকেলে ৩৪ বিজিবি অধীন তুমব্রু বিওপির নায়েক জিয়াউর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে এ বিদেশী মাদকদ্রব্য জব্দ করেছে টহল দলটি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও অভিযানে অংশ নেয়া বিজিবি সদস্যরা।
তারা আরো জানান,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের তুমব্রু বিওপি অধিন ৩৪ নম্বর পিলারের নিকটস্থ বাঁশঝাড় নামক এলাকা দিয়ে একদল চোরাকারবারী মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবি উৎপেতে থাকে এ এলাকায়।
কারবারী দলটি কাছাকাছি আসলে বিজিবি তাদের আটকে ঝটিকা অভিযানে নামে।
টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত মিয়ানমারে পালিয়ে যায় আর মাদকদ্রব্য গুলো ফেলে যায়। তাই আসামীদের আটক করা যায়নি।
জব্দ মালিক বিহীন বার্মিজ এ ইয়াবা ট্যাবলেট ও বার্মিজ Grand Royal মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ৩৪ বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
চাটগাঁর চোখ/এমএ/ জই