শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বাকখাঁলী নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার শিশুর নাম মোঃ জুনাইদ।

শনিবার (২৪ আগষ্ট) বিকেলে কক্সবাজার ফিশারীঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু জুনাইদ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের কবির আহমদের ছেলে৷

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

স্থানীয় মাধ্যমে জানা যায়, গেল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রামুর বাকখাঁলী নদীর তীরে কাঠ ধরতে গিয়ে জুনাইদ পানিতে ভেসে যায়। দীর্ঘ ৫৪ ঘন্টা পর শনিবার তার মরদেহ পাওয়া যায়।

ওসি রকিবুজ্জামান জানান – শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ফিশারীঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় শিশুর লাশ দেখে পুলিশকে জানানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর