শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বোয়ালখালীর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী উপজেলায় ‍কৃষিজমিতে পড়ে থাকা এক ব্যক্তির প্রায় গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের লালারহাট এলাকা থেকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মুখে দাড়ি, পরনে কালো গেঞ্জি এবং এর ওপর মেয়েদের নাইটি জাতীয় জামা। গলায় ওড়না প্যাঁচানো ছিল।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন সারাবাংলাকে বলেন, নিহত ব্যক্তির চিনতে পরিচয় নিশ্চিত করা যায়নি।

লাশটিও প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। আমাদের ধারণা, দুই-তিনদিন আগে কেউ তাকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে গেছে।’

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর