কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়া মহেশখালীগামী একটি ঘাম বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাঁকখালী মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হলেন মহেশখালী হোয়ানক মুহুরাকাটা এলাকার এনজিও কর্মী মনির উদ্দিন । অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা।
মহেশখালীর বাসিন্দা ফারুক ইকবাল জানান- এই ঘাটে নেই সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা। যার যেমন ইচ্ছে যাত্রী উঠায় এবং ভাড়া নির্ধারন করেন৷ স্পিড বোট বা ঘামবোটে কখনোই লাইফ জ্যাকেট রাখা হয়না৷ যার কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, অকালে ঝরে যাচ্ছে প্রাণ৷
এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে। তাদের উদ্ধারে তিনটি স্পিডবোট কাজ করছে।
এমএ/ জই